
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: আকাশ কী ভেঙে পড়েছে। কেনিয়ার মুকুকু গ্রামে এখন সেই চিন্তা করছেন গ্রামবাসীরা। কেনিয়ার পক্ষ থেকে বলা হয়েছে বুধবার তাদের এই গ্রামে আকাশ থেকে পড়েছে একটি বস্তু। এটি একটি ধাতু দিয়ে তৈরি। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, একটি লাল গরম বস্তু আকাশ থেকে তাদের গ্রামে এসে পড়েছে। তবে কী এটি এলিয়ানদের কোনও ইঙ্গিত। দেরি না করে তারা দ্রুত জাতীয় মহাকাশ সংস্থাকে খবর দেয়।
মহাকাশ সংস্থার বিজ্ঞানীরা এসে সেটিকে পরীক্ষা করে দেখেন। তারাও মনে করছেন এটি মহাকাশের কোনও বস্তু যেটি এখানে এসে পড়েছে। কেনিয়া স্পেস এজেন্সি সেই বস্তুটিকে তাদের সঙ্গে নিয়ে গিয়েছে। এটি লম্বায় প্রায় ৮ ফুট। ওজন প্রায় ৫০০ কেজি।
যে জায়গায় এই বস্তুটি পড়েছে সেখানে ঘিরে দেওয়া হয়েছে। কেউ যাতে সেখানে প্রবেশ না করতে পারে সেদিকেও কেনিয়া প্রশাসন কড়া নজর রাখছে। তবে মহাকাশ থেকে কোন বস্তু এখানে এসে পড়েছে সেটা নিয়ে ধন্ধে কেনিয়ার মহাকাশবিজ্ঞানীরা।
যে আজব বস্তুটি এসেছে সেটিকে দেখলে গোলাকার। পুরোটাই ধাতুর তৈরি। ২.৫ মিটার গোলাকার জিনিস সেটি। ওজন প্রায় ৫০০ কেজি। অনেকে অনুমান করছেন এটি কোনও রকেটের অংশ হতে পারে যেটি মহাকাশ থেকে পৃথিবীতে এসে পড়েছে। তবে যতক্ষণ না পর্যন্ত এবিষয়ে সঠিক প্রমাণ মিলছে ততক্ষণ পর্যন্ত কিছু বলতে নারাজ কেউই।
আবার অনেকে মনে করছেন এটি এলিয়নদের কোনও সঙ্কেত। তারা পৃথিবীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন। সেই কাজ করার জন্যই তারা মহাকাশ থেকে তাদের কোনও সঙ্কেত পাঠিয়েছে। এই ঘটনার জেরে রীতিমতো ভয় ছড়িয়েছে কেনিয়ার ওই গ্রামে। কেনিয়া সরকার তাদের শান্ত করার চেষ্টা করলেও তারা ভয়ের চোটে সেই জায়গায় কেউ যাচ্ছেন না। সত্যিই কী এলিয়ানরা রয়েছে। তাদের পরবর্তী টার্গেট কী পৃথিবী। এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে কেনিয়ার এই গ্রামের অলিতে গলিতে।
দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন ৩ জুন, পদত্যাগ করলেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সু
পাহালগাঁও হামলার পর লস্কর প্রধান হাফিজ সইদের নিরাপত্তা চারগুণ বৃদ্ধি, কড়া নজরদারি লাহোরে
সপ্তাহে ১১০ ঘণ্টা করে হাসপাতালে ভর্তি, তাতেও তিরস্কার? কাজ হারালেন কর্মী
‘বন্ধু’ ব্যাকটেরিয়ার কাছে হারবে মারণ ভাইরাস, গবেষণায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য
প্লাস্টিক দূষণে কাঁপছে পৃথিবী, কী করবে রাশিয়ার এই জাহাজ
‘ম্যারেজ গাউন’ পরেই ভ্যাপসা গরমে দৌড়লেন ম্যারাথনে, যুবতীর কাহিনি জল আনবে চোখে
‘সম্ভাবনা বাড়ছে’, ভারত-পাক যুদ্ধ? বড় আশঙ্কা পাক প্রতিরক্ষামন্ত্রীর গলায়
আক্রমণ করতে পারে ভারত, ভয়ে পাক অধিকৃত কাশ্মীরে বিমান চলাচল বাতিল করল পিআইএ!
ভারতের ‘পাল্টা আঘাতের’ আশঙ্কায় কাঁপল পাকিস্তান! কয়েক ঘন্টায় ধস ৩,০০০ পয়েন্ট, ভেঙে পড়ল স্টক মার্কেট
পাঁচ মাস পর জামিন পেলেন সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস, জেল মুক্তি নিয়ে রইল ধোঁয়াশা